কলেজ পরিচিতি

ময়মনসিংহ জেলাধীন গফরগাঁও উপজেলার ব্রহ্মপুত্র নদের পাদদেশে মনোরম পরিবেশে অবস্হিত নারী শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান গফরগাঁও মহিলা কলেজ। ১৫ জুলাই ১৯৭২ সনে প্রায় ৪(চার) একর জমির উপর এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। নারীদের উচ্চ শিক্ষা লাভের ভিত্তি তৈরিতে একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান হিসাবে কলেজটির সহায়তা নিয়ে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। দক্ষ ওসৃজনশীল মানব সম্পদ সৃস্টিতে কলেজের অবদান অনস্বীকার্য।শুরু থেকে আজ পর্যন্ত অগনিত তরুনী এই কলেজ থেকে শিক্ষা লাভ করেছে এবং বর্তমানে তারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে দিয়িত্বশীল ভূমিকা পালন করছে।শ্রেণী কক্ষে পাঠদান, পরীক্ষাগারে নিয়মিত ব্যবহারিক অনুশীলন,সাপ্তাহিক,পাক্ষিক,সাময়িক ও বার্ষিক পরীক্ষা এবং সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষাদান ও মেয়েদের শারীরিক,মানষিক ও নৈতিক বিকাশে সহায়তাদানে এই প্রতিষ্ঠান একান্তভাবে নিয়োজত।শিক্ষা অর্জনের পাশাপাশি চারিত্রিক গুনাবলী বিকাশে সহায়তা করে   দেশের সুনাগরি ক হিসাবে গড়ে তোলাই অত্র কলেজের উদ্দেশ্য।

গফরগাঁও মহিলা কলেজ উচ্চমাধ্যমিক পর্যয়ে বিজ্ঞান ও মানবিক শাখায় শিক্ষা গ্রহনের সুযোগ রয়ছে।এছাড়া স্নাতক পর্যায়ে বি,এ ও বি,এস,এস(পাস) কোর্সে শিক্ষা গ্রহনের সুযোগ আছে। বর্তমান কলেজটিতে প্রায় ৯০০(নয় শত) শিক্ষার্থী অধ্যয়ন করছে।বর্তমানে কলেজটিতে উচ্চমাধ্যমিক পাবলিক পরীক্ষা কেন্দ্র বিদ্যমান।আই সি টি ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভিশন ২০২১ পুরন কল্পে একটি আধুনিক পুনাঙ্গ কম্পিউটার ল্যাব বিদ্যমান।দক্ষ শিক্ষকমন্ডলী দ্বারা শিক্ষার্থীদের শিক্ষাদান করা হয়।বিভিন্ন পাবলিক পরীক্ষার ফলাফল সন্তোষজনক।সুযোগ্য গর্ভনিং বডি দ্বারা কলেজটি পরিচালিত হচ্ছে।কলেজটির বৈশিষ্ট্য হচ্ছে সুযোগ্য বিষয় বিশেষজ্ঞ শিক্ষকমন্ডলী ক্লাশ পরিচালনা,রাজনীতিমুক্ত ও কঠোর শৃংখলাপূর্ণ পরিবেশ,সেমিস্টার ভিত্তিক কোর্স সমাপ্ত,অভিবাভকমন্ডলীর সমাগমে পরীক্ষার ফলাফল প্রকাশ অভ্যন্তরীন খেলাধূলার সুবিধাদি ,দেয়াল পত্রিকা প্রকাশ,সাংস্কৃতিক কার্যক্রম,বিজ্ঞানাগার ও ৫০১২ নতুন পুরাতন বই সমৃদ্ধ আধুনিক গ্রন্থাগারার সুবিধা,বাৎসরিক শিক্ষাসফর,নকলমক্ত পরীক্ষা,বাৎসরিক অভিবাবক সমাবেশের ব্যবস্হা বিভিন্ন বৃত্তির ব্যবস্হা,ছাত্রীদের কমন রুমের সুব্যবস্হা ।শিক্ষক শিক্ষার্থীদের সুসর্ম্পক,ছাত্রীদের অদম্য ইচ্চা,আত্ববিশ্বাস ও অধ্যাবসায় , শিক্ষকদের প্রচেষ্টা এবং অভিবাকদের সহযোগিতায় কলজেটির অগ্রযাত্রায় সফলত চলমান আছে।

সর্বোপরি এলাকার আপামর জনসাধারনের সহযোগীতায় গড়ে ওঠা চমৎকার একটি প্রতিষ্ঠান গফরগাঁও মহিলা কলেজ।

মোঃআব্দুল খালেক
অধ্যক্ষ
গফরগাঁও মহিলা কলেজ।

Gafargaon Mohila College © 2015 Soroborno Theme
Web Design BangladeshBangladesh Online Market